বড়লেখার অনন্যার চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার অনুদান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৯, ১০:০০ অপরাহ্ণবড়লেখা: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এমসি কলেজের মেধাবী ছাত্রী বড়লেখার অনন্যা দে আঁখির চিকিৎসার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডে বাসায় অনন্যার পিতা অরুন কান্তি দের হাতে অনুদানের চেক তুলে দেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
অনুদানের জন্য অনন্যার পিতা অরুন কুমার দে ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ৫ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (মৌলভীবাজার-১) আসনের সাংসদ শাহাব উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনের ফাইল হস্তান্তর করেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু।
প্রসঙ্গত, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন্দ এলাকার অরুন কুমার দে’র মেয়ে অনন্যা দে আঁখি গত ২৪ জানুয়ারি সিলেট বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।