মালয়েশিয়াস্হ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট’র আত্মপ্রকাশ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৯, ৭:৫৮ অপরাহ্ণনতুন কমিটি নিয়ে অভিষেক ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বিয়ানী বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট। সোমবার রাজধানী কুয়ালালামপুরে বুকিটবিনতানে অভিজাত রসনা বিলাশ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে মোহাম্মদ রুহুল আমিনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট রোটারিয়ান ক্লাবের সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ রুহেল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন আশরাফুর রহমান রুবেল, উজ্জ্বল হোসেন, জামিল হোসেন, জুম্মান আহমদ, তানিম আহমদ, আবুল হাসান ইমন, ইকবাল হোসেন তালাশী, মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দেশ কিংবা প্রবাসে যেখানেই থাকি না কেন আমাদেরকে এক থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মালয়েশিয়া বিয়ানী বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট কে শক্তিশালী করতে সবাইকে এক ছাতার নিচে কাজ করার আহবান জানান।
পরে তিনি মালয়েশিয়া বিয়ানী বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর আশরাফুল রহমান কে সভাপতি মোহাম্মদ উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ২০১৯-২০২০ সেশনের ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করে সেই কমিটি কে সকলের কাছে পরিচয় করে দেন।