বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র কমিটি গঠিত, অভিনন্দন বার্তায় ভাইরাল ফেসবুক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৯, ৪:০০ অপরাহ্ণ
কমিটি ঘোষণা করছেন কমিউনিটি নেতা দেলওয়ার হোসেন। পেছনের সারিতে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ
জাকারিয়া মাহমুদ।। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে স্থানীয় একটি হলরুমে এক জনাকীর্ণ সম্মিলনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি ও বাংলাদেশ সেন্টার ইউকে’র সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. দেলওয়ার হোসেন বাঙালি কমিউনিটিতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ১১১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি ঘোষণা করেন।
এ সময় হলভর্তি বিপুল সংখ্যক কমিউনিটি নেতা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান।
নবগঠিত কমিটির সভাপতি লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক ট্রেজারার মামুনুর রশীদ (তিলপাড়া), সাধারণ সম্পাদক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক শ্রেনী প্রতিনিধি ও যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল হোসেন মুন্না (পৌরসভা) ও কোষাধ্যক্ষ যুক্তরাজ্য পুলিশ বিভাগে কর্মরত খ্যাতিমান অফিসার মো. জাকির হোসেন (মাথিউরা)।
এদিকে দেশ-বিদেশে ক্লিনম্যান হিসেবে পরিচিত মামুন, মুন্না, জাকির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদেরকে জানানো অভিনন্দন বার্তা ভাইরাল হয়েছে।