বিয়ানীবাজারে ‘বিউটিফুল পিপল অব দ্য বিউটিফুল ওয়ার্ল্ড’র খাদ্য সামগ্রী বিতরণ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৯, ৩:৩২ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলায় কয়েকজন উদ্যমী তরুণের স্ব উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটিফুল পিপল অব দ্য বিউটিফুল ওয়ার্ল্ড’।
দীর্ঘদিন থেকে সংগঠনটির সদস্যরা বিয়ানীবাজার উপজেলার হতদরিদ্র অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিজেদের সম্পৃক্ত করছে বিভিন্নভাবে।
সংগঠনের সদস্যরা তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে শীতকালে শীতার্থ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে। শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সংগঠনটি এগিয়ে আসছে।
আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে গত ২৬ এপ্রিল শুক্রবার সংগঠনটি উপজেলার মোট ২০জন হতদরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ শুকনো খাবার বিতরণ করেছে।
সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের কাছে তাদের এ খাদ্য সামগ্রী বিতরণ করে। সংগঠনের সদস্যরা মনে করেন, আনুষ্ঠানিকতার সহিত কোন কাজ করলে তা ফলপ্রসূ হয়না। তাইতো তারা অনেকটা চুপিসারে অসহায় লোকদের বাড়ি বাড়ি গিয়ে এই উপকরণগুলো বিতরণ করছে।
আগামী দিনগুলোতেও সংগঠনটি এই রকম মহতি উদ্যোগ চালিয়ে যেতে পারেন এজন্য তারা সকলের দোয়া কামনা করেন।