সিলেটে কাল পরিবহন ধর্মঘট।। বেকায়দায় শিক্ষক-শিক্ষার্থী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৮:২৬ অপরাহ্ণশনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি পালনের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী তাদের সাত দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, সম্প্রতি সরকারের প্রণিত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কিছু ধারা পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্তদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আইনের এসব ধারা সংশোধনের দাবিতে সারা দেশের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে বাধ্য হন। এরপরেও বিদ্যমান শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ সংস্কারের কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমন পরিস্থিতিতে তারা সাত দফা দাবি জানিয়ে সোমবার সকাল- সন্ধ্যা সিলেটে কর্মবিরতি পালন করবেন।’
তাদের দাবিগুলো হচ্ছে- শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করতে হবে, সড়ক পরিবহন আইন,২০১৮ এর ১০৫ ধারায় জরিমানা পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার করতে হবে, এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না, সড়ক মহাসড়কে চেকিং এর নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানি, কথায় কথায় পুলিশ কর্তৃক রং পার্কিং-এর নামে হয়রানি, রেকারিং-এর নামে পুলিশের চাঁদাবাজি ও সেতুতে টোল আদায় বন্ধ করতে হবে।
এদিকে, আগামীকাল সোমবার সিলেটে যানবাহন চলাচল করবে না এমন প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পরিবহন শ্রমিকরা নিজেদের ‘অন্যায্য স্বার্থের কারণে’ সাধারণ মানুষকে জিম্মি করেন বলে সাধারণ মানুষের অভিযোগ।