মেসির গোলে শিরোপা বার্সার ঘরে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ণস্পোর্টস ডেস্ক: কথায় বলে, ভোরের সূর্য দেখে বুঝা যায় দিনটা কেমন যাবে।ঠিক তেমনই মৌসুমের শুরুতেই আভাস পাওয়া গিয়েছিল লা লিগায় চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বার্সেলোনা।
শনিবার লিওনেল মেসির একমাত্র গোলে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো কাতালানরা। এছাড়া গত ১১ মৌসুমে বার্সেলোনার অষ্টম শিরোপা এটি। আর সবমিলিয়ে স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে ২৬তম শিরোপা তাদের।
দিনের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো পয়েন্ট খোয়ালে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সা। কিন্তু আত্মঘাতী গোলে জয় পায় অ্যাতলেটিকো। ফলে দীর্ঘায়িত হয় বার্সেলোনার শিরোপা উল্লাসের অপেক্ষা। তবে সে অপেক্ষা কেবল কয়েক ঘণ্টার।
ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ম্যাচটিতে শুরুর একাদশে মেসিসহ বেশ কয়েকজনকে বাইরে রাখেন কোচ ভালভার্দে। যে কারণে বার কয়েক চেষ্টা করেও সফলতার মুখ দেখেনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে সেই অধরা গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৬২তম মিনিটে আর্তুরো ভিদালের পাস ধরে সুনিপুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করেন দ্বিতীয়ার্ধের শুরুতে নামা মেসি।
শেষদিকে বেশ কিছু দুর্দান্ত আক্রমণ সাজিয়েছিল লেভান্তে। কিন্তু গোলরক্ষক মার্ক টের স্টেগানের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় বার্সেলোনা। ম্যাচ শেষের বাঁশি বেজে উঠতেই একসঙ্গে কেঁপে ওঠে পুরো ন্যু ক্যাম্প।