এমাদ উদ্দিনের পিতার দাফন সম্পন্ন।। জানাজায় এমপি নাহিদসহ বিশিষ্টজনের উপস্থিতি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৪১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের পিতা আব্দুল হাইয়ের (৭৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দাসউরা সিনিয়র আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে এলাকার বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন।
পরে প্রবাসী আব্দুল হাইয়ের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুল হাইয়ের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, ইউইনও কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, শিল্পপতি আব্দুল মুক্তাদির প্রমুখ।
এরআগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন।
উল্লেখ্য, আব্দুল হাই (৭৫) গত শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় গ্রীসের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
এরপর প্রবাসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে একসপ্তাহ পর পিতার মরদেহ নিয়ে গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টায় আকাশপথে দেশে এসে পৌছেন তার দু’পুত্র জালাল ও কয়েস।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন মরহুমের অপরপুত্র এমাদ উদ্দিন। তারা একটি লাশবাহী এম্বুল্যান্স নিয়ে রাত ২টায় দাসউরা গ্রামের বাড়িতে এসে পৌছেন।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিচিতজন আব্দুল হাইয়ের রূহের মাগফেরাত কামনা করেছেন।