বিয়ানীবাজারবার্তা২৪.কম: স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আজ বিয়ানীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্ববাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাহিদ বলেন, কৃষকরাই দেশের প্রাণ। তারা মেঘে ভিজে, রৌদ্রে শুকিয়ে ফসল উৎপাদন না করলে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে বেশকিছু প্রদক্ষেপ নিয়েছেন। যার সুফল এখন কৃষকরা ভোগ করছেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে হয়না। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, গত ১০ বছরে স্বাস্থ্যসেবা মানুষের দ্বোরগোড়ায় পৌছে গেছে। চিকিৎসকদের শহরের চিন্তা বাদ দিয়ে মফস্বলে থাকতে বাধ্য করছেন প্রধানমন্ত্রী। এতে সাধারণ জনগণের কল্যাণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান প্রমুখ ।
পরে এমপি নাহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করবেন।