আহমেদ শরীফ, প্রিন্স মাহমুদ এবং জয়দের কাছ থেকে আমরা কি শিখছি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৯, ৭:২২ অপরাহ্ণ।। সামাদ আহমেদ।।
কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, নুরে আলম সিদ্দিকী, ড. কামাল প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দের নাম শুনলে একসময় চোখে ভাসতো একটি পাহাড়ের ছবি- মনে হতো এরা পাহাড়ের মতো বিশাল, সুউচ্চ।
কিন্তু যখন থেকে ইলেকট্রনিক মিডিয়া আমাদের গ্রামগঞ্জে চলে এলো, বিশেষ করে ফেইসবুক আবিষ্কারের পর থেকে- উল্লেখিত এসব নেতাদের অসংলগ্ন কথাবার্তা, আচার-আচরণ দেখে সেই পাহাড়ের ছবি এখন আর চোখে ভেসে উঠে না। মনে হয়, ইতিহাসে নাম আছে ঠিকই কিন্তু এরা আসলে খুব সাধারণ মানুষ।
আমাদের এক রাজনৈতিক বড় ভাই বলেছিলেন, ‘যত বড় নেতা-ততো বড় পাগল’। তার কথাটি বেশিরভাগ নেতাদের ক্ষেত্রে যথার্থ। এই কথাটি অসত্য থেকে যেতো, যদি ইলেকট্রনিক মিডিয়া এবং ফেইসবুক এতো সহজলভ্য না-হতো।
চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক আহমেদ শরিফদের মনে হতো আসলেই বড়লোক।শুনতাম, শিল্পীরা না-কি বড় মনের মানুষ হন, হতদরিদ্র অবস্থায়ও তারা কারো কাছে হাত পাততে যান না।কিন্তু কিছুদিন আগে দেখলাম, অভিনেতা জয়, শেখ হাসিনাকে মা ডেকে ডেকে একটি ফ্লাট ভিক্ষা চাইছেন।
আধুনিক যন্ত্রপাতির অভাবে যেমন আদিম যুগে ‘এইডস’ রুগ আবিস্কার করা যায়নি- তেমনি আধুনিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আবিষ্কার না-হলে আমারাও সেই পুরনো ধারণা নিয়েই বসে থাকতাম।আমাদের কখনোই জানা হতো না যে, এদেশের শিল্পীরা পাচ তালা বাসা রেখেও ভিক্ষার তালা নিয়ে ঘুরেন।
প্রিন্স মাহমুদ নামক একজন সুরকার কিছুদিন লিখেছেন, মধ্যপ্রাচ্যে নাকি বাঙালীরা পশুর চাইতে খারাপ জীবনযাপন করেন।তার কথার প্রতিবাদ করেছিলাম। তর্কবিতর্ক করেছিলাম।
আজ আবার বলছি প্রিন্স ভাই, মধ্যপ্রাচ্যে হয়তো কষ্টের জীবন বাঙালীদের, কিন্ত্য এরা সে-জীবন মেনে নিয়েছে।কেন জানেন, এরা আপনাদের মতো ভিক্ষার তালা নিয়ে ঘুরতে পারবেনা।আপনাদের চাইতে এদের মানসম্মান অনেক বেশি।
এরা যে আপনাদের চাইতে বেশি সম্মানী মানুষ, তাও জানা হতো না যদি ফেইসবুক না থাকতো।
পরিশেষে বলবো, যাদের কাছ থেকে আমাদের ভাল কিছু শেখার কথা, তারা আমাদের কি শেখাচ্ছেন?