বিয়ানীবাজারে নিজ বাড়ীতে ঢুকে যুবককে কোপালো দুর্বৃত্তরা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৯, ১২:১৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।। বিয়ানীবাজারে রাতের আধারে ঘর থেকে ডেকে নিয়ে রাহি আহমদ চৌধুরী নামে এক যুবককে কুপিয়ে জখম মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাহি আহমদ চৌধুরী ওই গ্রামের শিহাব উদ্দিন চৌধুরীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতের বাড়ির লোকজনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মুখোশধারী ৩/৪ যুবক রাহিকে ঘরে থেকে ডেকে বের করে। তাকে বাড়ির আঙ্গিনায় ছুরিকাঘাত করে ও কুপিয়ে জখম করে।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ছেলেটাকে যখন ছুরিকাঘাত ও কোপানো হচ্ছে তখন সে তার চাচাতো বোনকে ডেকে বলছিল, দরজা খোল আমাকে মেরে ফেলছে।
চাচাতো বোন দরজা খোলতেই দু‘জন যুবক তাকে কুপাতে দেখেছে। তবে তাদের পরিচয় সনাক্ত হওয়া যায়নি। ওসি অবনী শংকর বলেন, যুবকটির অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে বাঁচানোর প্রাণান্তর চেষ্টা চলছে। তবে হামলাকারীদের বের করতে পুলিশ তৎপর রয়েছে।
সূত্র- Ekhonsylhet