আদুরে জায়ান প্রধানমন্ত্রীকে দাদু বলে জড়িয়ে ধরতো!

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৯, ৩:৩৬ অপরাহ্ণঢাকা: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান। দেশে তার মৃতদেহ আসবে আগামীকাল মঙ্গলবার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আদুরে জায়ান দেখা হলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দাদু’ বলে জড়িয়ে ধরতো! মহান আল্লাহ তাকে বেহেস্ত দান করুন। আমিন।’
সেখানে শাহনাজ পারভীন কমেন্ট করেছেন, ‘এই সুন্দর মূহুর্ত শুধুই এখন স্মৃতি, আল্লাহ জায়ান সোনাকে তুমি শহীদের মর্যাদা দান করো।’
ইলিয়াস ফরাজি লিখেছেন, ‘কিছুতেই এই নিষ্টুরতা মেনে নিতে পারছি না। সন্ত্রাসীদের কোনো বর্ণ, ধর্ম ও দেশ নেই।’
মীর মুহাম্মদ এমদাদুল হক লিখেছেন, ‘সকল শিশুরাই তাদের পিতা-মাতা এবং আত্মীয়দের কাছে আদরের। জায়ানের মত শিশুরা তাদের ‘বাবার’ লাশ জড়িয়ে কাঁদে! অনেকেই তাদের বাবার লাশেরও সন্ধান পায় না! দোয়া করি আল্লাহ যেনো শিশু জায়ানকে জান্নাত নসীব করেন! এই দোয়াও করি, এই দেশে জায়ানের মত শিশুরাও যেনো তাদের বাবার অস্বাভাবিক মৃত্যুতে এতিম না হয়!’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম।
শ্রীলঙ্কায় গতকাল রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।