এবার শ্রীলঙ্কায় মসজিদে বোমা হামলা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৯, ১:৪৫ অপরাহ্ণঢাকা: শ্রীলঙ্কার পুত্তালুমে এবার একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন দুটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এজেন্সিয়া ইএফই।
রোববার দিনের বেলায় কলম্বোর গির্জা ও পাঁচতারকা হোটেলসহ আটটি স্থানে সিরিজ বিস্ফোরণের পর রাতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন মুসলিমরা।
প্রসঙ্গত, রোববার শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন। ৪০০ জনের বেশি মানুষ বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন।