সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত।। জানাজা সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৯, ১২:১০ পূর্বাহ্ণসিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিনহাজুর রহমান অপু (২৫) নামের এক তরুণ। অপু দক্ষিণ সুরমার আলমপুরের বশির আহমদ বাবুল মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, কলেজ শিক্ষার্থী অপু রোববার দুপুরে মোটর সাইকেল করে লালাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর আড়াইটর দিকে আতিরবাড়ি নামক এলাকায় মোটর সাইকেল খাদে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাত সাড়ে ১০টায় আলমপুর জামে মসজিদে অপুর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা যান।