শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৯, ১২:৩৩ পূর্বাহ্ণমৌলভীবাজার: শ্রীমঙ্গল থেকে চাঞ্চল্যকর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. মুন্নাকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে এক খুদে বার্তায় জানায় র্যাব-৯।
মঙ্গলবার উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার থানায় মামলা করে নির্যাতিত শিশুটির পরিবার।
ওই মেয়ের পারিবার সূত্রে জানা যায়, শিশুটির পিতা দিনমজুর। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের পাশের বাড়ির বখাটে মুন্না মিয়া মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। মুন্না একই গ্রামের মতলিব মিয়ার ছেলে।
মেয়ের বাবা বলেন, ওই দিন বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে তিনি মুন্নাকে ঘরে দেখতে পান। তাকে দেখে মুন্না দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েকে উদ্ধার মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এখনও সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলাটি বৃহস্পতিবার রেকর্ড করে এসআই রাশেদুলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।