বেলজিয়ামের নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি নারী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন এক বাংলাদেশি নারী। তিনি বেলজিয়ামের ওয়ার্কাস পার্টি ‘পিভিডিএ’ থেকে মনোনয়ন পেয়েছেন। মে মাসের শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এন্টওয়ার্প আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাওয়া শায়লা শারমিন এর আগে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৬ মে বেলজিয়ামের জাতীয় নির্বাচনে শায়লাই হবেন প্রথম কোনও বাংলাদেশি প্রার্থী।
শায়লার নির্বাচনী আসন এন্টওয়ার্প বহু ভাষাভাষী অভিবাসীদের বসবাস। বেলজিয়ামের ডায়মন্ড শহর নামে পরিচিত এন্টওয়ার্পেই সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। ধারণা করা হয় এ কারণেই পিভিএডি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকেই ‘ফেভারিট’ বলে মনে করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বেলজিয়াম জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের পর বেলজিয়ামে প্রথম কোনও বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা।
শারমিন শায়লার পৈর্তৃক বাড়ি বরিশাল হলেও বেড়ে উঠেছেন ঢাকায় । তিনি ২০০৬ সাল থেকে স্বামী ও এক ছেলে সন্তান নিয়ে বেলজিয়াম স্থায়ীভাবে বসবাস করছেন।