সিলেট জেলা তাঁতী লীগের বর্ধিত কমিটি অনুমোদন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ১২:৫৫ পূর্বাহ্ণসিলেট: বাংলাদেশ তাঁতী লীগ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। গত ১২ এপ্রিল বর্ধিত কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ও সাধারাণ সম্পাধক খগেন্দ্র চন্দ্র দেবনাথ।
বর্ধিত কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন- শাকিল আহমেদ, শাহ ওলিদুর রহমান, বদরুল আলম তুহিন, আবদুল কাইয়ুম ও মিজানুর রহমান বাবেল।
এছাড়া সদস্য হয়েছেন- মির্জা দুলাল আহমদ, মো. আবু ছালেক রানা, শাহীন আহমদ, মুহিনুর রহমান, মো. আব্দুর রব, সুমন আহমদ, আলী আহমদ, সাহেল আহমদ, সাদিকুর রহমান চৌধুরী নাবিল, সুহেল আহমদ, হুমায়ুন কবির রুবেল, তাহের হেসেন, আহাদ ভুলন, কাওছার আহমদ, মো. জিয়া, শিপন আহমদ, গিলমান আহমদ, আরজান আলী, জামিল আহমদ লিটন, আরিফ জালাল, দুলাল আহমদ, মো. নজরুল ইসলাম, অন্তর কুমার দাশ, শান্ত বিশ্বাস, ইমন দত্ত ও আব্দুল আহদ।