সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই অভিনেত্রীর
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণবিনোদন ডেস্ক: শুটিং শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় দুই অভিনেত্রী নিহত হয়েছেন। নিহত অনুসূয়া রেড্ডি ও ভার্গবি তেলেগু টেলিভিশন জগতের পরিচিত মুখ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় দক্ষিণী টেলি জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সিরিয়ালের শুটিং শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিরিয়ালের শুটিং শেষ করে ভিকারাবাদ থেকে গাড়িতে হায়দারাবাদ যাচ্ছিলেন দু’জনে। চেভেল্লা আসার সময় ঘটে দুর্ঘটনাটি। বিপরীত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের গাড়ির দিকে ছুটে আসে। বিপদ বুঝে চালক গাড়িটি নিয়ে পাশ কাটানোর চেষ্টা করেন। কিন্তু একটি গাছে সজোরে ধাক্কা মারে।
গাড়িতে সেই সময় চারজন ছিল। অনুসূয়া ও ভার্গবির অতিরিক্তি রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়। অপর দুই ব্যক্তি চকরি ও বিনয় নামে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।