বিয়ানীবাজারে মসজিদে জেলা পরিষদের অনুদান প্রদান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৯, ১২:২৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার সারপার বাজার মসজিদের ফ্লোরে টাইলস স্থাপনের উদ্য্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার জেলা পরিষদ সদস্য মো. নজরুল হোসেন মসজিদ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবু আহমেদ হাবিব উল্লাহর কাছে প্রতিশ্রুত দেড় লাখ টাকার অগ্রিম চেক প্রদান করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে বর্তমান সরকারের আমলে ধর্মীয় কাজে জেলা পরিষদ এগিয়ে আসায় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।