বিয়ানীবাজারে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ৮:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (আজ) বিকালে স্থানীয় ভোজবাড়ি রেস্টুরেন্টে যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আশরাফুল আলম আহ্বায়ক, এম বেলাল আহমদ ও আশরাফ আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত রাফি, সুশীল দাস, নাঈম আহমদ, তাহমিনা সীমা, হিফজুর রহমান, লিমা বেগম, ইমন আহমদ, রুবেল আহমদ নোমান, নাসিম আহমদ ও জয়নুল ইসলাম।
এছাড়া প্রাথমিক পর্যায়ে স্বজন সমাবেশের তিনজনকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে।
তাঁরা হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, সমাজসেবক মোসলেহ উদ্দিন খান।
এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিনমাসের মধ্যে দৈনিক যুগান্তর পত্রিকা ও স্বজন সমাবেশের সিলেটের দায়িত্বশীলদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান করা হয়ে।