কাল শপথ নিচ্ছেন পল্লব-জামাল-রোকশানা, শোডাউন করবেন পল্লব
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ৮:০৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রাম্যান আগামীকাল বুধবার শপথ নিবেন।
বুধবার বেলা ৩টায় দক্ষিণ সুরমাস্থ আলমপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
ঐদিন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা শপথ নিবেন।
এদিকে শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আবুল কাশেম পল্লব ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ঐদিন তিনি বিশাল গাড়িবহরে নেতাকর্মী নিয়ে সিলেট যাবেন এবং বিয়ানীবাজারে সমাবেশ করে ভাষণ দিবেন । পল্লব গ্রুপের ঐতিহাসিক এ দিনে প্রত্যেক নেতাকর্মীর মাথায় থাকবে সাদা রঙের টুপি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এরআগে ১৮ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনে তারা বিজয়ী হন।