ভিসা বাতিল, দেশে ফিরতে হচ্ছে ফেরদৌসকে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ৬:০৯ অপরাহ্ণবিনোদন ডেস্ক: দুই বাংলার সমান জনপ্রিয় নায়ক ফেরদৌস। পশ্চিমবঙ্গের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন খ্যাতি ও পরিচয়। এবার তিনি জড়িয়ে গেছেন বিতর্কে।
চলতি মাসেই ভারতের লোকসভা নির্বাচন। প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা। এমনকি অনেক প্রার্থী ভোটের প্রচারে চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিচ্ছেন।
রোববার (১৪ এপ্রিল) ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদ ও করণদিঘিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নেন। তার এই অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
বিপরীত দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, নির্বাচনি প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণ নির্বাচনি নীতিমালা বহির্ভূত। কোন বিদেশী অভিনয়শিল্পী ভারতের নির্বাচনে প্রচারণা করতে পারে না।
ভারতীয় গণমাধ্যম জানয়েছে, নির্বাচনি প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অবিলম্বে বাংলাদেশে ফেরার নির্দেশ দিয়েছে ফেরদৌসকে। তাদের চোখে ফেরদৌসের এমন কর্মকাণ্ড বিধি বর্হিভূত মনে হয়েছে।
সবশেষ পাওয়া তথ্যমতে ভারতীয় দূতাবাস ফেরদৌসের ভিসা বাতিল করেছে।