ইলিয়াস আলী নিখোঁজের সাত বছর : সিলেট জেলা বিএনপির কর্মসূচি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ১:০১ পূর্বাহ্ণসিলেট: জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ৭ বছর অতিবাহিত হবে বুধবার (১৭ এপ্রিল)। তাকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট জেলা বিএনপি ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৭ এপ্রিল) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কাছে ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের ফেরত পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া আগামী ২৯ এপ্রিল (সোমবার) বিকেল ৩টায় সিলেট নগরীর মিরের ময়দানস্থ লা-রোজ হোটেলের কনফারেন্স হলে ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে ফিরে পাওয়ার দাবিতে ‘গুমের অপরাজনীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ সাবেক সাংসদ ইলিয়াস আলীসহ নিখোঁজ হওয়া সকল নেতাকর্মীদের অক্ষত ফেরত দাবি করেন এবং জেলা বিএনপি ঘোষিত ৩ দিনব্যাপী কর্মসূচিসমূহে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর।