বড়লেখা পৌরসভায় উপ-নির্বাচনে রুকাইয়া আক্তার রিয়া বিজয়ী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ১২:৩৮ পূর্বাহ্ণরুকাইয়া আক্তার রিয়া
বড়লেখা: বড়লেখা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২, ৩) ওয়ার্ডের উপ-নির্বাচনে রুকাইয়া আক্তার রিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৫০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ৫৫৮ ভোট এবং শেফালী বেগম জবা প্রতীকে পেয়েছেন পেয়েছেন ৩১৮ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগণনা শেষে সোমবার রাতে ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম।
উপনির্বাচনে তিনটি কেন্দ্রে ৪৮৯১ জনের মধ্যে ১৬৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩১ ভোট বাতিল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শেফা বেগমের মৃত্যুতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়। শূন্যপদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন।