বিয়ানীবাজারে ফাতেমা ইয়াছমিন মেধা বৃত্তি বিতরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ২:৫৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেমা ইয়াছমিন মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (আজ) দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, বৃত্তির পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন গোলাবশাহ কিশোর সংঘের গভর্নিংবডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ, শিক্ষক তাহের আহমদ প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর হাতে একটি রজনীগন্ধা, বৃত্তি ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।