বড়লেখায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বৃদ্ধের মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ১২:১২ অপরাহ্ণবড়লেখা: বড়লেখায় কালবৈশাখী ঝড়ে নিমার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বৃদ্ধ নিমা ঘর থেকে বের হচ্ছিলেন। এসময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের উপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য উপস্থিত সরকারি অনুদান দেওয়ার চেষ্টায় আছি।