দৈনিক শ্যামল সিলেট’র দেড়যুগপূর্তি উৎসব : ফুল হাতে কার্যালয়ে বিশিষ্টজনেরা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০১৯, ৩:২৩ অপরাহ্ণসিলেট: উৎসবমুখর পরিবেশে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় নির্ভীক পথচলার উনিশ বছর।
সকালে দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত আনন্দ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দের উপস্থিতি প্রাণবন্ত করে তুলে বর্ষপূর্তি অনুষ্ঠানকে।
অতিথিরা কেক কেটে একেঅপরের মুখে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের প্রাণ সঞ্চার হতে শুরু করে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব’র সভাপতি তাপস পুরকাস্থ, প্রবিণ সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাব’র সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি সাত্তার আজাদ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস ও কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন, বৈশাখী নিউজ টোয়েন্টি ফোর’র সম্পাদক মোহাম্মদ মহসিন, সিলেট অনলাইন প্রেসক্লাব’র সভাপতি মুহিত চৌধুরী, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিনসহ সিলেটের সকল স্তরের নেতৃবৃন্দ।
এদিকে শ্যামল সিলেটের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন সংগঠন ’র নেতৃবৃন্দ শ্যামল সিলেট পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।
অপরদিকে আজ রোববার (১৪ এপ্রিল) বাদ আসর শ্যামল সিলেট কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।