বিয়ানীবাজার উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, শামীমকে শোকজ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৮:৪৩ অপরাহ্ণবিয়ানীবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিয়ানীবাজার উপজেলার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নাজমুল হোসেন পুতুল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ’র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক শামীম আহমদকে শোকজ করা হয়। এছাড়া সভায় আলিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনা ব্যথিত অন্য কারো আহবানে দলীয় কোন সভায় স্থানীয় নেতাকর্মীদেরকে যোগদান না করার জন্যে নির্দেশনা প্রদান করা হয়।
কার্যনির্বাহী সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি দেলওয়ার হোসেন মুক্তা, আব্দুছ ছবুর, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আলি হাসান, সাইফ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন, হাফিজুর রহমান, সেলিম আহমদ, আলা উদ্দিন আলাই, মোঃ আব্দুস সালাম (আবুল), ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক কামাল হোসেন, আলীনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সাধারণ সম্পাদক, নওয়াজিশ চৌধুরী শাকি, দুবাগ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, শেওলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম তাজুল, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল হক, তিলপারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ লিয়াকত আলী, মুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদির, লাউতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল জব্বার, সহ দপ্তর সম্পাদক মোঃ আবুল হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক, জাবেদুল হক দুদু, সদস্য মোঃ ছাদ উদ্দিন, মোঃ মজির উদ্দীন মড়াই, নজরুল ইসলাম প্রমুখ।
কার্যনির্বাহী সভায় প্রহসনের বিচারে কারাবন্দি, মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আশু আরোগ্য লাভের জন্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।