বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত বিয়ানীবাজার, সরকারি কলেজসহ বিভিন্ন স্থানে নানা আয়োজন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৮:১৩ অপরাহ্ণবিয়ানীবাজার: পহেলা বৈশাখ ১৪২৬। নতুন বছরের এ দিনটিকে আনন্দময় করে তুলতে রোববার বিয়ানীবাজারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গ্রামীণ সংস্কৃতি, চিরচেনা বাঙালি রূপে বর্ষবরণের প্রস্তুতি শেষ। রাত পোহালেই শোনা যাবে ‘এসো হে বৈশাখ, এসো এসো…’।
এদিকে নববর্ষ উদযাপন করতে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসন রোববার সকাল ১০টায় আলোচনা সভা, ১১টায় মঙ্গল শোভাযাত্রা এবং দুপুর ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলা নববর্ষ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক গাল্পিক প্রশান্ত মৃধা এসব তথ্য জানিয়েছেন।
এছাড়াও উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, দাসউরা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিনটিকে উদযাপনে চলছে সরব প্রস্তুতি।
জানা গেছে, বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারো বাঙিলায়ানা উৎসবে মেতে উঠবে এ জনপদের মানুষ। তাই পহেলা বৈশাখকে ঘিরে উপজেলা পরিষদ প্রাঙ্গনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাজছে এবারের বৈশাখী আয়োজনে। ‘মাছে ভাতে বাঙালি’ এই বাঙালিয়ানা থিম নিয়ে এদিন সকাল সাড়ে ৮টায় বিয়ানীবাজার পৌরশহরে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।