মানুষ বিচার পাচ্ছে না বলেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে, বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।।
মানুষ সঠিক বিচার পাচ্ছে না বলেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের মরদেহ দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
রিয়াজুল হক বলেন, দুঃখজনক হচ্ছে, আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু তা সত্ত্বেও প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। মানুষ সঠিক বিচার পাচ্ছে না, ফলে অপরাধীদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, নারীর প্রতি, শিশুর প্রতি যৌন নির্যাতন যেভাবে বেড়ে যাচ্ছে, সেটা সমাজের জন্য একটি খারাপ বার্তা। মানুষ শঙ্কার মধ্যে বসবাস করছে। আমরা জানি না, কে কখন শিকার হয়ে যাবে। এগুলোর একটি পরিসমাপ্তি ঘটা উচিত।
এসময় যৌন হয়রানির জন্য পৃথক আইন করার দাবি করেন তিনি। যৌন হয়রানির জন্য একটি কঠিন আইন করার নির্দেশনা আদালতের রয়েছে যে, দ্রুততম সময়ের ভেতরে বিচার সম্পন্ন করতে হবে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা সেই জিনিসটা এখনও করতে পারিনি।
সূত্র-আমাদের সময় ডট কম।