স্বেচ্ছাসেবকলীগ পোর্টসমাউথ শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ৭:১৭ অপরাহ্ণলন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পোর্টসমাউথ শাখার উদোগে কর্মী সমাবেশ গত মঙ্গলবার পোর্টসমাউথ এর স্থানীয় একটি রেষুটুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এরশাদ হোসেন সাইফুল এর সভাপতিত্ব এবং নুরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুল মুকিত, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, পোর্টসমাউথ আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মনসুর আহমেদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ, সাজ্জাদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জুবেদুর রহমান, মনিরুজ্জামান মিয়া পোর্টসমাউথ প্রমুখ।
সভার শুরুতে সকল শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় এরশাদ হোসেন ছাইফুল সভাপতি এবং আনোয়ার হোসেন কয়েছকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন যুক্তরাজ্য স্বচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু।