বিয়ানীবাজার উপজেলা চেয়াম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ ১৭ এপ্রিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ৬:৪৭ অপরাহ্ণসিলেট অফিস:: সিলেট বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রাম্যানরা শপথ নিবেন আগামী ১৬ ও ১৭ এপ্রিল। শেষদিন ১৭ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা শপথ নিবেন।
দক্ষিণ সুরমাস্থ আলমপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের স্থানীয় সরকার উপপরিচালক জাকারিয়া।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ৩৫টি উপজেলার মোট ১০৫ জন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথগ্রহন করবেন।
১৬ এপ্রিল সকাল ১১টায় সুনামগঞ্জের ৮টি উপজেলা ও বিকেল ৩টায় হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।
পরদিন ১৭ এপ্রিল সকাল ১১টায় মৌলভীবাজার জেলার ৭ ও সিলেট জেলার ১২টি উপজেলার নির্বাচত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে।