লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বিয়ানীবাজারের জসিম উদ্দিন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ণলন্ডন: লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোনীত হয়েছেন বিয়ানীবাজারের কৃতিসন্তান মো. জসিম উদ্দিন।
গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত পত্রে জসিমসহ ৪জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করেন। তাদের প্রত্যেকের বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।
এদিকে নবনিযুক্ত সহ সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন এর আগে মুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বিয়ানীবাজার সরকারী কলেজ সংসদ ‘৯৭ এর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে জসিম উদ্দিন সহ সভাপতি মনোনীত হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ কমিটির দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
বিশেষ করে তার এ সাফল্যের জন্য যুক্তরাজ্য কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। -বিজ্ঞপ্তি