শ্রীধরায় মাদকবিরোধী সভা: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৯, ৭:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজার: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে, বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে শ্রীধরা জনমঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী শামসুল আলম।
শ্রীধরা জনমঙ্গল সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ রাজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদকের বিরোদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব। সেই লক্ষ্যে বিয়ানীবাজার থানা মাদক সেবন মাদক ব্যবসায়ী আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সে যত বড় শক্তিশালীই হোকনা কেনো।
ওসি অবনি শঙ্কর কর অারো বলেন, আপনাদের সহযোগিতা পেলে আরও দ্রুত এই অবস্থার উন্নতি করতে পারব। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাবিবুর রহমান বক্তব্য রাখেন শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি আহমেদ মহসিন বাবর, সাবেক কমিশনার ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ অালী, গ্রামের বিশিষ্ট মুরুব্বী খসরুজ্জামান খসরু, পৌর কাউন্সিলর এমাদ উদ্দিন, আমেরিকা প্রবাসী ফখরুদ্দিন, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক, সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, বিয়ানীবাজার সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা নুরুল আলম, আবু খালেদ নান্টু, সুমন আহমদ, জাবেদ জয়, শ্রীধরা জনমঙ্গল সমিতির শিক্ষা সম্পাদক শামীম আহমদ, সহ- পাঠাগার সম্পাদক অাশরাফুল হক রুনু, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি