সিলেটে মেলা বন্ধে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৯, ৪:০৩ অপরাহ্ণবার্তা২৪ ডেস্ক: মাসব্যাপী সময় সম্পন্ন হওয়ায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। ৭ এপ্রিল সোমবার বাণিজ্য মন্ত্রনালয় স্মারক নং-২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭/১৪৭-এর মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নির্দেশনা দেয়।
বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে মেলা বন্ধের নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, মেলা সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে মেলা বন্ধের নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলবেন বলেও জানান ডিসি।
উল্লেখ্য, ৯ মার্চ শনিবার থেকে শুরু হওয়া মাসব্যাপী মেলা শেষ হয় সোমবার (৮ এপ্রিল)। ওই দিন মেলা সমাপ্ত হবার কথা থাকলেও মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ করেন নি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।