আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী থাকাকালে প্রথম ৫৫২ কোটি টাকা বরাদ্দ করেছিলেন যার কাজ এখন চলমান রয়েছে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেন।
গত ৭ এপ্রিল তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক গুণ বড় হবে এবং দৃষ্টিনন্দন হবে এখানে অনেকগুলো ফ্লাইট ওঠানামা করবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরো ৬টি বোয়িং কেনা হচ্ছে।
নিউ ইয়র্কে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমাদের ইচ্ছের কমতি নেই তবে শুধু আমাদের ইচ্ছে থাকলেই হবে না, এর জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া গুলো সম্পূর্ণ হলে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে।