মাছ ধরতে গিয়ে জালে উঠলো ৩৭৪ রাউন্ড গুলি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৯, ৭:০৭ অপরাহ্ণরাজশাহী: পুকুরে মাছ ধরার সময় থ্রি নট থ্রি রাইফেলের ৩৭৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। রাজশাহীর তানোর উপজেলায় এ ঘটনা ঘটে।
সোমবা র(৮ মার্চ) বেলা ১১টার দিকে মাছ ধরতে জাল ফেলা হলে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো জালে উঠে আসে।
পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরনো। মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের এ পুকুরটির মালিকের নাম আবদুস সাত্তার। মাছ চাষের জন্য তিনি অন্য এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন।
সোমবার তার লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। তখন গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তখন গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়।
জেলা পুলিশের মুখপাত্র এএসপি আব্দুর রাজ্জাক খান বলেন, গুলিগুলো অনেক পুরনো। এসব গুলি এখন আর রাইফেলে ব্যবহার হয় না। মুক্তিযুদ্ধকালীন সময়ে গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।