বিয়ানীবাজারে তিন স্কুল ছাত্রী নিখোঁজ।। একজন আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৫৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের শেওলায় একসাথে তিন স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
গত শনিবার নিখোঁজ ছাত্রীরা সবাই সমবয়সী এবং মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে আবুল কালাম নামের একজনকে আটক করেছে।
উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক ও ঢেউনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক এরশাদ জানান, দিঘলবাক ও ঢেউনগর গ্রাম থেকে তিন স্কুলছাত্রী একযোগে নিখোঁজ হয়। তাদের অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা। একই এলাকার আব্দুস শুকুর নামের এক পোল্ট্রি ব্যবসায়ী এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি আরো জানান।
এদিকে পুলিশের হাতে আটক হওয়া আবুল কালাম (৫০) আব্দুস শুকুরের পিতা বলে জানা গেছে। নিখোঁজ স্কুলছাত্রীদের একজন শেওলা উচ্চ বিদ্যালয় এবং অপর দু’জন ফেঞ্চুগঞ্জ উপজেলায় লেখাপড়া করেন। ফেঞ্চুগঞ্জের স্কুলছাত্রীরা শেওলা এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিল।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, তিন কন্যা নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আমরা সোর্স নিয়োগ করেছি, অচিরেই একটি ভালো খবর পাওয়া যাবে।