ভোটারদের ধন্যবাদ জানিয়ে আবুল কাশেম পল্লব’র ফেসবুক স্ট্যাটাস
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৯, ৮:৪৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
১ম বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত রাতে আবুল কাশেম পল্লব তার ফেসবুক আইডিতে ভোটারদের ধব্যবাদ জ্ঞাপণ করেন। যা আপনাদের মাঝে তুলে ধরা হল-
দেশের ও প্রবাসের যত নেতা কর্মী আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে ভোট দিয়ে ও ভোটের ব্যাপারে সহযোগিতা করেছেন। প্রবাসি ভাইরা, আত্মীয়, স্বজন,বন্ধু বান্ধব, নেতা কর্মী,ব্যবসায়ী,শ্রমজীবি,পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দল মতের উর্ধে উঠে আমাকে সব ধরনের সহযোগীতা করার জন্য আমি চিরঋণী। আমাকে যারা ভোট দেননি তাদের কেও ধন্যবাদ জানাই কারন আমি তাদের কাছে যোগ্যতা হাসিল করতে পারিনি। ভবিষ্যতে তাদের মন জয় করার জন্য কাজ করব।আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন।আমিন