বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ৮:২১ অপরাহ্ণঢাকা: গেল বছর হায়দরাবাদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেছিলেন, ‘কবে বিয়ে করছেন?’ আচমকা আসা সেই বাউন্সার মাথা নিচু করে ছেড়ে দিতে রাজীব গান্ধী পুত্র জবাব দেন, ‘কংগ্রেস পার্টির সঙ্গেই আমার বিয়ে হয়েছে।’
এদিকে শুক্রবার পুনেতে একদল তরুণ শিক্ষার্থী ফের ঘুরিয়ে সেই প্রশ্নই করলেন কংগ্রেস সভাপতিকে। তবে এবার প্রশ্নটা করা হলো এভাবে, ‘নরেন্দ্র মোদির মতো আপনার জীবনী নিয়ে চলচ্চিত্র হলে নায়িকা কে হবেন?’ লাজুক হেসে রাহুল বললেন, ‘কাজকেই বিয়ে করেছি আমি।’
শিক্ষার্থীদের সঙ্গে রাহুলের কথোপকথন সমন্বয়ের দায়িত্বে ছিলেন নামী রেডিয়ো জকি মালিস্কা। কংগ্রেস সভাপতিকে তিনি জিজ্ঞেস করলেন, ‘রাখি বন্ধন পালন করেন?’ জবাবে ডান হাত তুলে কব্জি দেখালেন রাহুল, এখনো যেখানে বাঁধা রয়েছে প্রিয়াঙ্কার পরানো রাখি।
রাহুল গান্ধী জানালেন, ‘বোন রাখি পরানোর পরে যতক্ষণ না সেটা নিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আমি খুলি না সেটা।’ অবশ্য তার আগেই বোন প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে রাহুলের মন্তব্য, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমার বোন। সব চেয়ে প্রিয় বন্ধুও।’
ভাইবোনে লড়াই কিংবা ঝগড়া হয় না এমন প্রশ্ন করা হলে রাহুল গান্ধী বলেন, ‘ছোটবেলায় হতো। এখন আর হয় না। আসলে লড়াই-ঝগড়া একেবারেই আসে না আমার। ছোটবেলা থেকে এত হিংসার শিকার হতে হয়েছে, ঠাকুরমাকে হারিয়েছি, বাবাকে খুন হতে দেখেছি।’
ঠাকুরমার (ইন্দিরা গান্ধী) কথা মনে পড়ে কি না জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘ছোটবেলায় তাকে চমকে দিতে তার ঘরে পর্দার পেছনে লুকিয়ে থাকতাম। উনি ঠিকই জানতেন আমি ঘরে ওভাবে আছি। কিন্তু তার পরেও চমকে উঠে আমাকে খুশি করতেন তিনি।’ সূত্র: আনন্দবাজার