লন্ডন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল খান, অভিনন্দন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ৫:২৭ অপরাহ্ণলন্ডন: লন্ডন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান সোহেল খান।
আওয়ামী লীগ পরিবারের সন্তান সোহেল খান এর আগে সহ সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।
ছাত্রনেতা সোহেলের বাড়ি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। তার পিতা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ছোট ভাই সাদেক আহমদ খান খোকন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন।
এদিকে সোহেল খান ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ছাদেক আহমদ আজাদ, সাবেক ছাত্রনেতা শাহীন আলম হৃদয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ সোহেল খানের রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।