বিয়ানীবাজারে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ৫:০১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (আজ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে জলঢুপ সরকারি প্রথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, এসএমসি সভাপতি জাবেদ আহমদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির কৌশল শেখানো এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।