নাসির খান অনুসারি সাবেক ছাত্রনেতাদের বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ৭:০০ পূর্বাহ্ণবঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের একনিষ্ট কর্মী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
শক্রবার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় পৌছে পুষ্পস্তপক অর্পণ, ফাতিহা পাঠ ও কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন পারভেজ, সাইফুর রহমান ও খালেদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন তালুকদার, সাবেক দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাদেক খান খোকন, সাবেক সহ সম্পাদক সালিম উদ্দিন, সাবেক সদস্য জামাল উদ্দিন মাষ্টার ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ রাহী।
এদিকে বঙ্গবন্ধুর সমাধীতে দাঁড়িয়ে সিলেটের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন । -বিজ্ঞপ্তি