বিয়ানীবাজারে কৃতি কাব স্কাউটস ও স্কাউটসদের সম্মাননা প্রদান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৯, ২:৫৪ অপরাহ্ণবার্তা২৪: পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি কাব স্কাউটস ও স্কাউটসদের উৎসাহদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার ব্যবস্থাপনায় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ডাঃ সিরাজুল ইসলাম (এলএলটি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কৃতি কাব স্কাউটস ও স্কাউটসদের হাতে সম্মাননা এওয়ার্ড তুলেন দেন। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে কাব স্কাউট ও স্কাউটস সদস্যরা।