ওমরাহ করতে সস্ত্রীক সৌদি গেলেন মেনন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ণঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সস্ত্রীক ওমরাহ করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দলীয় সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন। বাংলাদেশ বিমানের (বিজি ০৩৫) ফ্লাইটে বুধবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ শেষে আগামী ১১ এপ্রিল তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।
গত মাসের শুরুর দিকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বামপন্থী এ রাজনীতিবিদ।
কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বিষয়ে সংসদে দেয়া তার বক্তব্যে ক্ষোভ সৃষ্টি হয় ধর্মীয় অঙ্গনে।