বিয়ানীবাজারে দু’টি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৯, ৬:০৩ অপরাহ্ণশিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে দেশব্যাপি বিক্রেতাবিহীন দোকান ‘সততা স্টোর’ কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয় এবং দুপুর ১২টায় জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।
পৃথক উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান।
জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১২টায় সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও জলঢুপ উচ্চ বিদ্যালয় এমএমসি সভাপতি কামিল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, সদস্য হাসান শাহরিয়ার।