বালাগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার স্বজনদের পাশে আ.লীগ নেতৃবৃন্দ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৯, ১২:৩২ পূর্বাহ্ণবালাগঞ্জের চাম্পারকান্দি গ্রামে গত শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে সংঘটিত ডাকাতিকালে ডাকাতদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
সাক্ষাৎকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনার বিষয়ে বিস্তারিত অবহিত হন এবং ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে শাহাব উদ্দিনের বাড়িতে গিয়ে তার স্বজনদের প্রতি এ সমবেদনা জানান। এসময় নিহত ছাত্রলীগ নেতার পিতা আহত সুরমান আলী, চাচা ওয়াহাব আলী, ছুরাব আলীসহ পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে নেতৃবৃন্দকে অবহিত করেন।
এসময় সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, নূরুল ইসলাম ইছন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এমএ মালেক, আওয়ামী লীগ নেতা সিতাব আলী, শাহ আব্দুস সাত্তার, আহমদ আলী, রুহেল আহমদ, কৃষকলীগ নেতা তারা মিয়া, উপজেলা যুবলীগের নেতা শিরমান উদ্দিন, খন্দকার সালেহ আহমদ, আব্দুর রকিব, সুহেল বারী, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, রফু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগে সহ-সভাপতি সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ডাকাতি এবং ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধী যত বড়ই হোক তাদের শাস্তি পেতে হবে। তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী অবশ্যই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবে। তবে এ ব্যাপারে সকল সচেতন নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে।