ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৯, ১২:১২ পূর্বাহ্ণফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠছিলো।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এ অভিযান চালান ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
অভিযানে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ফেঞ্চুগঞ্জ বাজারের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বালু সরবরাহ করার পাইপ অপসারন করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, থানা এলাকায় কোন ধরনের অবৈধ কাজ করতে দেওয়া হবে না।
এর আগে গত ২৫শে মার্চ কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দেয় ‘কুশিয়ারা নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষন কমিটি’।