বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আইসিসির বিশেষ টুইট
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ১১:০১ অপরাহ্ণ৩০ মে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপ। সে লক্ষ্যে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে নিয়ে বিশেষ টুইট করেছে। আইসিসির অফিসিয়াল পেজে ইংল্যান্ডকে হারানোর সেই ভিডিওচিত্র আপলোড করা হয়।
সবশেষ ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ফেবারিট দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। রুদ্ধশ্বাস ওই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের নাটকীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
২০১৫ সালের সেই সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে আইসিসি।