এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রে সিলেটে অনুপস্থিত ৭৩৫

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ৯:১৩ অপরাহ্ণউচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসি) পরীক্ষার দ্বিতীয়দিনে সিলেটে ৭৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, পরীক্ষার দ্বিতীয় দিনে বিভাগের চার জেলার ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় ৬১ হাজার ৩৫৯জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৬২৪জন। অনুপস্থিতিদের মধ্যে সিলেট জেলায় ৩২৬ জন, হবিগঞ্জ জেলায় ১৩৮ জন, মৌলভীবাজার জেলায় ১৫৭ জন। সুনামগঞ্জ জেলায় ১২৪ জন শিক্ষার্থী রয়েছে।’
তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের চার জেলায় ৭৬ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৯৫২ এবং মেয়ে ৪১ হাজার ৯৫১ জন।