সাংবাদিকদের মামলায় প্রধান শিক্ষকের ‘গা-ঢাকা’

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ১২:১৫ অপরাহ্ণঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন ফেসবুকে সাংবাদিকদের নামে কুরুচিপূর্ণ পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যার মামলা নং ৫১।
শৈলকুপা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ডাকুয়া’ পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার বাদী হয়ে রোববার মামলাটি করেন। মামলা রেকর্ড হওয়ার পর প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন গা-ঢাকা দিয়েছেন।
শৈলকুপা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান খবরের সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ফেসবুকের স্ত্রিনশট নিয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। জিডি করার পর ফেসবুক থেকে আপত্তিকর পোস্টটি সরিয়ে ফেলেন প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন।
গত ২০ মার্চ পুলিশ সুপার হাসানুজ্জামানের প্রেরিত পরামর্শমূলক চিঠির আলোকে সাংবাদিক শামিম বিন সাত্তার বাদী হয়ে রোববার শৈলকুপা থানায় ডিজিটাল আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।
শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ২০১৮ সালে প্রণীত ডিজিটাল আইন মামলাটি রেকর্ড হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।